আশাশুনি অফিস ঃ আশাশুনিতে উপকুলীয় এলাকায় বেড়িবাঁধ পুনঃনির্মাণ ও সুপেয় পানির নিশ্চায়তার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে লিডার্স আশাশুনির সহযোগিতায় ও ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড এর অর্থায়নে সুন্দরবন উপকূল সুরক্ষা আন্দোলন, উপজেলা জলবায়ু অধিপরামর্শক ফোরামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা অধিপরামর্শক ফোরামের আহবায়ক সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, উপজেলা অধিপরামর্শক ফোরামের আহবায়ক আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জি এম আল ফারুক, রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল, উপজেলা অধিপরামর্শক ফোরামের সদস্য তাহমিনা রহিম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন-বাংলাদেশের দক্ষিন-পশ্চিমাঞ্চল জলবায়ু পরিবর্তনের অন্যতম হটস্পট। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, সুপেয় পানির সংকট, লবনাক্ততা প্রভৃতির কারনে এ এলাকা প্রায় বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে। প্রতি বছর কোন না কোন সময়, কোন না কোন উপকূলীয় এলাকায় বাঁধ ভেঙ্গে নদীর পানিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। আবার লবন পানি উত্তোলনের জন্য যে দীর্ঘমেয়াদী সুপেয় পানির সংকট তৈরী হয়েছে, সেই সংকট উত্তরনের জন্যেও যথাযথ কোন উদ্যোগ গৃহিত হয়নি। তাদের দুর্গতির কথা তুলে ধরে ক্ষতিপূরনের দাবী জানান।
Home LEDARS in Media উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ পুনঃনির্মাণ ও সুপেয় পানির নিশ্চয়তার দাবীতে মানববন্ধন