ঘূর্ণিঝড় আম্পানে উপকূলীয় এলাকা লন্ডভন্ড হয়ে যায়। শ্যামনগর, আশাশুনি এবং কয়রা উপজেলার বেড়িবাঁধ ভেঙে বাড়ি ঘর প্লাবিত হয়। অনেক মানুষ এখনও নিজ বাড়িতে ফিরতে পারিনি তাদের সহায় সম্বল নিয়ে। জোয়ার ভাটার করাল গ্রাসে বাড়ি ঘর হারাতে হয়েছে অনেকের। অনেক পরিবার এখনও বেড়িবাঁধের উপর বসবাস করছে। শনিবার ঈদ। ঈদের আনন্দ ক্ষতিগ্রস্ত পরিবারে ভাগাভাগি করতে বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্র্স বিশিষ্ট ফটো সাংবাদিক মি. আবির আব্দুল্যাহ’র আর্থিক সহযোগিতায় সামাজিক দূরত্ব বজায় রেখে ৩১ জুলাই, ২০২০ বিকাল ৩ টায় কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের কাটমারচর গ্রামের ৪৫ পরিবারে ঈদ উপহার সামগ্রী প্যাকেজ বিতরণ করে। ঈদ উপহার সামগ্রী প্রতি প্যাকেজে রয়েছে চিনি ১ কেজি, সেমাই ১ কেজি, লাচ্চা সেমাই ৭৫০ গ্রাম, নুডুলস ৪০০ গ্রাম, সয়াবিন তেল ১ লিটার, কিচমিচ ১০০ গ্রাম, দুধ ১৫০ গ্রাম, বাদাম দানা ২০০ গ্রাম। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুন সাংবাদিক জনাব শাহীন বিল্লাহ। লিডার্স এর এ্যাডভকেসি অফিসার জনাব পরিতোষ কুমার বৈদ্য, মেডিকেল এসিসট্যান্ট জনাব সুব্রত রায়। প্রেস বিজ্ঞপ্তি