যথাযথ শ্রদ্ধা আর ভাবগাম্ভীর্যের সাথে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ পালনে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স।
শনিবার বেলা ১১টায় লিডার্স এর প্রধান কার্যালয়ে জাতীয় সঙ্গীত, শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন ও আলোচনা সভার মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন লিডার্র্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল।
এছাড়া বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ এবং সোনার বাংলাদেশ গড়তে লিডার্স আইরিশ এইড ও খ্রিস্টিয়ান এইড বাংলাদেশ এর আর্থিক সহায়তায় ‘ঘূর্ণিঝড় আম্পান এবং কোভিড-১৯ এর ফলে সাতক্ষীরা জেলার শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মাঝে বহুমূখী ব্যবহারের জন্য জরুরী সহায়তা প্রদান’ প্রকল্পের আওতায় শ্যামনগর উপজেলার ৬নং রমজাননগর ইউয়িন পরিষদ কার্যালয়ে ৪০ জন উপকারভোগীর মাঝে হাইজিন কিট বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, খ্রিস্টিয়ান এইড এর প্রোগ্রাম ম্যানেজার মো. সামছুজ্জামান, লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল ও মনিটরিং অফিসার নাজনীন নাহার। এইদিন বিকালে কালিগঞ্জ উপজেলার মৌতলা ও কৃষ্ণনগর ইউনিয়নেও হাইজিন কিট বিতরণ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি
News Link: theeditors.net