দ্য অ্যাকশন নেটওয়ার্ক, ফ্রাইডেজ ফর ফিউচার এবং ইল্ডার্স ক্লাইমেট অ্যাকশন জলবায়ু সংকট ও জলবায়ু ন্যায়বিচারের আহ্বানে বিশ্বব্যাপী সু-স্ট্রাইক ঘোষণা করেছে।

উক্ত কার্যক্রমের সাথে সংহতি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স।
এ উপলক্ষে লিডার্স শনিবার শ্যামনগরের খোলপেটুয়া নদীর ডুমুরিয়া খেয়াঘাটে গ্লোবাল সু-স্ট্রাইক কর্মসূচি পালন করে।
একই সাথে এই কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করেছে গাবুরা ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরাম।
এ সময় উপস্থিত গাবুরাবাসী তাদের জুতা বর্জনের মাধ্যমে গ্লোবাল সু-স্ট্রাইকে অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি

 

News Link: theeditors.net