মরণব্যাধী করোনার মধ্যে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে কী কী বিষয় খেয়াল রাখতে হয় ও চ্যালেঞ্জ সমূহ কীভাবে মোকাবেলা করতে হয় সে বিষয়ে এক শিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স ঘূর্ণিঝড় আম্পান ও কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে ৩ মাস মেয়াদে কার্যক্রম পরিচালনা করে। ১৭ সেপ্টেম্বর লিডার্সের প্রধান কার্যালয়ে এই শিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন শ্যামনগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম আবুজার গিফারী। কর্মশালায় উপস্থিত ছিলেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার ম-ল। জুম এ্যাপ্লিকেশন এর মাধ্যমে এই কর্মশালায় অংশগ্রহণ করেন খ্রিস্টিয়ান এইড এর প্রোগ্রাম ম্যানেজার এমডি ছামসুজ্জামান, মঞ্জিলা মাধুরা এবং বিন্দুর নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া। আরও উপস্থিত ছিলেন লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার সুলতানুজ্জামান, মনিটরিং অফিসার নাজনীন নাহার।
উল্লেখ্য, প্রকল্পের আওতায় ২৬১০ পরিবারের মাঝে হাইজিন কিট সরবরাহ, ২০টি জনবহুল স্থানে হাত ধোয়ার প্রযুক্তি স্থাপন, রেডিও নলতার মাধ্যমে সম্প্রচার, মাইকিং, পেস্টার ও লিফলেট এর মাধ্যমে কোভিড-১৯, জলবায়ু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সচেতনতা উন্নয়ন কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রকল্পভূক্ত ২৬১০ পরিবারের মাঝে জন প্রতি ৩০০০ টাকা হারে শর্তবিহীন আর্থিক সহায়তা হিসেবে ৭৮ লক্ষ ৩০ হাজার টাকা বিকাশের মাধ্যমে বিতরণ করা হয়েছে। প্রেসবিজ্ঞপ্তি
News Link: Click Here