এস কে হাসান :: উপকূল দিবস উপলক্ষে আশাশুনি সদরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সদরের জনতা ব্যাংক মোড়স্থ উপজেলা সড়কে মনববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধন চলাকালে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার উপজেলা জলবায়ু অধিপরামর্শক ফোরামের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে ও লিডার্স’র সিনিয়র এফএফ মাধাই চন্দ্র সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল-ফারুক, সাবেক সভাপতি এসএম আহসান হাবিব, সম্পাদক সমীর রায়, পূজা উদযাপন পরিষদের সম্পাদক রনজিৎ কুমার বৈদ্য, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, লিডার্স’র প্রকল্প সমন্বয়কারী রনজিৎ কুমার মন্ডল, কয়রা অফিসের সিরাজুল ইসলাম প্রমূখ। উপজেলা জলবায়ু অধিপরামর্শক ফোরাম ও লিডার্স শ্যামনগরের আয়োজনে এবং ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ডের অর্থায়নে ৭০-এর নভেম্বর মাসে ভোলা সাইক্লোনের ৫০ বর্ষপূর্তি ও উপকূল দিবস পালনে মানববন্ধনে ‘উপকূলের জন্য হোক একটি দিন, জোরালো হোক উপকূল সুরক্ষার দাবী’ এ শ্লোগানকে সামনে রেখে বক্তাগণ, ঘূর্ণিঝড়ে প্রয়াত উপকূলবাসীর স্মরণে, দক্ষিণ-পশ্চিম উপকূলয় অঞ্চলকে দূর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণার দাবী জানান। সাথে সাথে আশাশুনি ভাঙ্গন এলাকা ও ঝঁুকিপূর্ণ এলাকায় পাউবো’র টেকসই বেড়ীবঁাধ নির্মানের দাবী করেন।
News Link: Click Here