উপকূলীয় এলাকার জলবায়ু পীড়িত মানুষের অধিকার আদায়ে সাতক্ষীরা জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম গঠন করা হয়েছে।এ উপলক্ষে সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর আয়োজনে স্বদেশ, সাতক্ষীরার কার্যালয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিছুর রহিম, লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল, নিত্যানন্দ সরকার, মোবাশ্বেরুল হক জ্যোতি, অ্যাড. ফাহিমুল হক কিসলু, আমিনা বিলকিস ময়না, শরীফুল্লাহ কায়সার সুমন, একোব্বর হোসেন, জ্যোৎস্না দত্ত প্রমূখ উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের আহবায়ক কমিটি গঠন করা হয়।  ১৬ সদস্য বিশিষ্ট কমিটিতে প্রাক্তন অধ্যক্ষ আব্দুল হামিদকে আহবায়ক, মাধব চন্দ্র দত্ত সদস্য সচিব ও ফরিদা আক্তার বিউটি অর্থসচিব করা হয়েছে।

News Link