জি এম মাছুম বিল্লাহ শ্যামনগর সাতক্ষীরা: ১০ ডিসেম্বর শুক্রবার দাতা প্রতিষ্ঠান এশিয়ান-প্যাসিফিক রিসোর্স এ্যান্ড রিসার্চ সেন্টার ফর উইমেন (ARROW) এর আর্থিক সহযোগিতায় লিডার্স এর বাস্তবায়নে ’Pathway to SRHR Revolution: Open air exhibition for safe sexual and reproductive health’ প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ ৮-১০ নভেম্বর ৩দিন ব্যাপি দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শেখ আনোয়ার হোসেন সভাপতি বাংলাদেশ সাংবাদিক সমিতি এবং সহসভাপতি কালিগঞ্জ প্রেসক্লাব এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিল,সাঈদ মেহেদী চেয়ারম্যান কালিগঞ্জ উপজেলা পরিষদ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ দেলোয়ার হোসেন অফিসার ইনচার্জ কালিগঞ্জ থানা,মোহন কুমার মন্ডল নির্বাহী পরিচালক লিডার্স।অনুষ্ঠানে মোঃ দেলোয়ার হোসেন কালিগঞ্জ থানা নারীর প্রতি সহিংসতা রোধে শূণ্য সহিষ্ণুতা নীতি মেনে চলে এবং যে কোনো সমস্যা সমাধানে এবং আইনি সহায়তার ক্ষেত্রে যুব ও কিশোর কিশোরীদের সর্বাত্মক সহযোগীতা করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার মধ্য দিয়ে সভাপতি অনুষ্ঠানের সমাপনী ঘোষনা করেন ।