ফজলুল হক সুন্দরবন অঞ্চল প্রতিনিধি :যৌন ও প্রজনন স্বাস্থ্য সকলের অধিকার হলেও বিষয়টি আমাদের সমাজে এখনও অত্যন্ত গোপনীয় একটি বিষয়। এ সম্পর্কিত বিভিন্ন রকম ট্যবু বিদ্যমান যা আমাদেরকে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে ফেলা সহ বিভিন্ন সামাজিক ব্যাধির জন্ম দিচ্ছে। এ সমস্যা সমাধানে প্রয়োজন সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা। সংস্কৃতি চর্চার মাধ্যমে মানুষের ভিতর যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির জন্য বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স ২৬শে (ডিসেম্বর) শনিবার সকাল দশটায় দাতা প্রতিষ্ঠান এশিয়ান-প্যাসিফিক রিসোর্স এ্যান্ড রিসার্চ সেন্টার ফর উইমেন (ARROW) এর আর্থিক সহযোগিতায়। ’Pathway to SRHR Revolution: Open air exhibition for safe sexual and reproductive health’ প্রকল্পের আওতায় ২ দিন ব্যাপি উন্নয়নের জন্য নাটক” শীর্ষক প্রশিক্ষনণর আয়োজন করেছে। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাঈদ উজ জামান সাঈদ উপজেলা ভাইস চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহন কুমার মন্ডল নির্বাহী পরিচালক লিডার্স। এছাড়া আরও উপস্থিত ছিলেন, আরিফ সিদ্দীক পিন্টু, ট্রেইনার,মোঃ সুলতানুজ্জামান প্রকল্প ব্যবস্থাপক লিডার্স। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “স্বাধীনতার অর্ধশতাব্দীতে এসে আমরা অনেক উন্নয়ন দেখলেও যৌন ও প্রজনন শিক্ষায় এখনও আমরা অনেক পিছিয়ে; এ ব্যাপরে শিক্ষা ও সচেতনতাই আমাদের উন্নয়নকে আরও বেগবান করবে।এছাড়াও উপকূলীয় অঞ্চলে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার নিশ্চিতকরনে দৃঢ প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানে বক্তব্য রাখেন লিডার্সের নির্বাহী পরিচালক জনাব মোহন কুমার মন্ডল।
Home LEDARS in Media শ্যামনগরে যুব ও কিশোর কিশোরীদের ২দিন ব্যাপি উন্নয়নের জন্য নাটক শীর্ষক প্রশিক্ষণের...