রবিউল ইসলাম: শ্যামনগরের কাশিমাড়িতে ১০০ পরিবারের মাঝে হাইজিন কিটস বিতরণ করেছে বেসরকারি সংস্থা লিডার্স।

মঙ্গলবার (১২ জানুয়ারি) কাশিমাড়ি ইউনিয়নের কাঁঠালবাড়িয়া এ জি মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় কোভিড সংবেদনশীল ও ঘূর্ণিঝড় আম্ফান পুনর্বাসন প্রকল্পের আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশিমাড়ি ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বারী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাঁঠালবাড়িয়া এ জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সুধাংশু কুমার রায়। আরও উপস্থিত ছিলেন লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার সুলতানুজ্জামান, সিআরজি সদস্য ইশার আলী গাজী প্রমূখ।

অনুষ্ঠানে প্রত্যেক পরিবারকে ৫টি করে মাস্ক, ১ প্যাকেট স্যানিটারি ন্যাপকিন, ৫টি বড় স্যাভলন সাবান ও ১টি করে স্যানিটাইজার প্রদান করা হয়।

এছাড়া উক্ত কার্যক্রমের উপকারভোগীগণ কাজের বিনিময়ে ৬ হাজর ৫০০ টাকা করে নগদ অর্থ সহায়তা ও দুর্যোগ সহনশীল ১টি করে ল্যাট্রিন পাবেন। একই সাথে এই প্রকল্পের আওতায় পিএসএফ ও পুকুর সংস্কার করা হবে।

News Link: theeditors.net