বিলাল হোসেন: উপকূলে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প পরিচালনা করছে বেসরকারি সংস্থা লিডার্স।

এ লক্ষ্যে ফেব্রুয়ারি মাস জুড়ে শ্যামনগর ও কয়রা উপজেলায় ১৩টি প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা করে সংস্থাটি।

ক্যাম্পগুলোতে ৪৭৩ জন রোগী স্বাস্থ্যসেবা নিতে আসেন। এর মধ্যে পুরুষ ১৪৫ জন, নারী ২৮৭ জন
এবং শিশু ৪১ জন।

সেবাগ্রহীতাদের মধ্যে মাজা ও পিঠে ব্যথা নিয়ে ৪৯%, পানিবাহিত ১৩%, সর্দি, কাশি-জ্বর ১২%, চর্মরোগ
১০%, উচ্চ রক্তচাপ ৩%, অপুষ্টি ও সাধারণ দুর্বলতা ৭%, নারীদের ঋতুকালীন সমস্যা ৪% এবং অন্যান্য রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নেন ২% রোগী ।

একই সাথে রোগীদের বিনামূল্যে প্রেসক্রিপশন ও ৮০% কম মূল্যে ঔষধ দেওয়া হয়।

News Link: theeditors.net