উপকুলীয় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী ইউপির বাঁধ ভাঙ্গনে ক্ষতি গ্রস্থ এলাকাবাসীর আয়োজনে এলাকার নারী ও পুরুষের অংশ গ্রহণে খাওয়ার পানীর দাবীতে মুন্সিগঞ্জ প্রধান সড়কে এক মানববন্ধনের আয়োজন করেন।
সোমবার(১৯এপ্রিল)দুপুরে ক্ষতিগ্রস্থ এলাকার অধিকাংশ নারীরা পানির খালি কলস সাথে নিয়ে করোনা কালিন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে সুপেয় পানীর দাবীতে মানববন্ধন করেন।
মানববন্ধন চলাকালীন সময়ে বুড়িগোয়ালিনী ইউপির মহিলা ইউপি সদস্য মলিনা রানী রপ্তান বক্তব্যে বলেন সম্প্রতি খোলপেটুয়া নদীর বেড়ী বাঁধ ভেঙ্গে বুড়িগোয়ালিনী ইউপির পূর্ব দূর্গাবাটি, পশ্চিম দূর্গাবাটি, পোড়াকাটলা, ভামিয়া পোড়াকাটলা. আড়পাঙ্গাশিয়া সহ অন্যান্য গ্রাম লবন পানিতে তলিয়ে যাওয়ায় খাওয়ার পানির উৎস সমূহ নষ্ট হয়ে যায়। শুধু তাই নয় পুকুর বা অন্যান্য জলাশয় লবন পানিতে ভরে যাওয়ায় গোসল ও থালা বাসন ধোয়ারও সমস্যা দেখা যায়। এ অবস্থায় বেসরকারি সংগঠন লির্ডাস খাওয়ার পানি সরবরাহ করলেও বর্তমানে সেটিও বন্ধ হওয়ায় সমস্যা দেখা দিয়েছে।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন অতিথি হিসাবে সুন্দরবন প্রেসক্লাবের উপদেষ্টা আওয়ামীলীগনেতা এস এম জাহাঙ্গীর আলম, উপজেলা যুব ফোরামের সম্পাদক মোমিনুর রহমান, স্থানীয় রিপোর্টার স ম ওসমানী সোহাগ, এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন প্রভাষক দেবদাস সরকার, সুব্রত গাইন, কেীশল্যা রানী প্রমুখ।
বক্তারা বলেন বেড়ী বাঁধ ভেঙ্গে এলাকায় সহস্রাধিক চিংড়ী ঘের ডুবে যায়, ক্ষতিগ্রস্থ হয় ফসলের ক্ষেত, কাঁচা ঘরবাড়ী, টয়লেট ইত্যাদি। বর্তমানে প্রচন্ড খরা থাকায় সুপেয় পানির সংকট বেশী থাকায় এলাকাবাসী এ সমস্যা সমাধানে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
উল্লেখ্য যে উপজেলায় প্রায় সকল ইউনিয়নে খাওয়ার পানির সমস্যা রয়েছে। বিশেষ করে শুকনা মেীসুমে এই সংকট আরও বেশি বিরাজ করে।
News Link: theeditors.net