রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি : শ্যামনগর উপজেলায় সুন্দরবন সংলগ্ন নীলডুমুর খোলপেটুয়া নদীতে আজ ০৭ জুন ২০২০ রোজ রবিবার সকালে জেলা নাগরিক কমিটি, উপজেলা যুব ফোরাম, জেলা নাগরিক আন্দোলন মঞ্চ, শ্যামনগর জলবায়ু পরিষদ, লির্ডাস, প্রগতি ও গাবুরা ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের আয়োজনে উপকুলীয় এলাকায় বেড়ীবাঁধ পুনঃনির্মাণ ও সুপেয় পানির নিশ্চয়তার দাবীতে নেী-বন্ধন পরবর্তী নদীতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লির্ডাসের নির্বাহী পরিচালক মোহন কুমার নেী-বন্ধনে দাবী জানান জলবায়ু পরিবর্তন ও দূর্যোগকে মাথায় রেখে স্থায়ী ও মজবুত বেড়ীবাঁধ পুনঃনির্মাণ করা, বাঁধ সংরক্ষণে জরুরী তহবিল গঠন করা ও বাঁধ ব্যবস্থাপনায় স্থানীয় সরকারকে সম্পৃক্ত করা সহ উপকুলীয় মানুষের খাবার পানির স্থায়ী সমাধান করা।
জেলা নাগরিক আন্দোলন মঞ্চ এর সভাপতি মোঃ ফাইমুল হক কিসলুর সভাপতিত্বে নেীবন্ধনে সংহতি প্রকাশ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।
বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ মন্ডল, জলবায়ু পরিষদের সদস্য সচিব আশেক ই এলাহী, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি প্রমুখ।
News Link: dakshinbangla.com