১৯ জুন (রবিবার) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগিতায় জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে লিডার্স আশাশুনি শাখা অফিসে ফোরামের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার মো: আব্দুল হান্নানের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য তুলে ধরেন ফোরামের কোষাধ্যক্ষ মিনতী রানী সরকার, প্রচার সম্পাদক বনমালী দাস, সদস্য বিমল কৃষ্ণ মন্ডল, আশাশুনি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রতন অধিকারী সহ ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকা জলবায়ু পরিবর্তনের কারনে অত্যন্ত ঝূঁকিপূর্ণ। যেখানে ক্রমবর্ধমান হারে প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলে যে সংকট তৈরি হয়েছে, তা নিরসনে আমাদেরকে নিসার্থভাবে কাজ করতে হবে। সকলে এক সাথে মিলে যদি উদ্যোগ গ্রহণ করা যায় তবে আমরা সমস্যা কাটিয়ে উঠতে পারব।
সভায় জলবায়ু পরিবর্তন এর প্রভাবে উপকূলের সংকটে করণীয় বিষয়ে সকলে মতামত ব্যক্ত করেন। আগামী তিন মাসে উক্ত ফোরামের একটি পরিকল্পনা করা হয়। উক্ত পরিকল্পনা উপকূলের জনমানুষের অধিকার রক্ষায় ভূমিকা রাখবে বলে ফোরামের প্রত্যাশা। প্রেসবিজ্ঞপ্তি
News Link: patradoot.net