মাসুদুর রহমান মাসুদ: আশাশুনি সদর ইউনিয়নে পানি বন্দি মানুষের মাঝে পানি বিশুদ্ধ করার জন্য হ্যালোট্যাব এবং খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। বে-সরকারি সংস্থা লিডার্সের উদ্যোগে রবিবার সকালে উক্ত উপকরণ বিতরণ করা হয়।

উক্ত বিতরণ অনুষ্ঠানে আশাশুনি উপজেলার সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, লন লিডার্স এর সিনিয়র ফিল্ড ফেসিলিটেটর জনাব মাধাই চন্দ্র সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ দিন ৩ হাজার পিস হ্যালোট্যাব ও ১শ’ ৫০ পিস খাবার স্যালাইন বিতরণ করা হয়।

উল্লেখ্য যে, লিডার্স আশাশুনি সদর ইউনিয়নে প্রতিদিন বিনামূল্যে ৪০০০ লিটার সুপেয় পানি বিতরণ করছে।

News Link: dailysatnadee.com
জুন ৭, ২০২০