মুন্সিগঞ্জ প্রতিনিধি// গতকাল ২৫ অক্টোবর (সোমবার) সকাল ৯ টায় কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের কাশির হাটখোলাতে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর আয়োজনে, ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় এবং রেনেটা লিমিটেড এর কারিগরি সহযোগিতায় জলবায়ু পরিবর্তনের কারনে ক্ষতিগ্রস্থ উপকূলবাসীর জন্য দিন ব্যাপী ফ্রি স্ত্রীরোগ ও মাতৃসাস্থ্য সেবা ক্যাম্প পরিচালিত হয়।
স্বাস্থ্য সেবা নিতে উত্তর বেদকাশির সুবিধা বঞ্চিত নারীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন। উক্ত স্বাস্থ্য সেবা ক্যাম্পটির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা ইউপি সদস্য ইরানী আক্তার খুকু, আরও উপস্থিত ছিলেন হাজতখালী শিশু শিক্ষা নিকেতন এর প্রধান শিক্ষক সুকুমার বাউলিয়া, রেনেটা কোম্পানীর সিনিয়র ডিসট্রিক সেলস ম্যানেজার একেএম শাহিনুল ইসলাম, লিডার্স এর টেকনিক্যাল অফিসার (কৃষি) মোঃ রাকিবুল হাসান, স্বাস্থ্য সহকারী সুব্রত রায় প্রমূখ। রোগী দেখেন, ডাঃ কানিজ ফাতেমা, এমবিবিএস( জিএমসি), পিজিটি( গাইনী এন্ড অবস্), ডিএমইউ( আল্ট্রা)
উক্ত মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন “উপকূলের অসহায় মানুষের পাশে স্বাস্থ্য সেবা নিয়ে লিডার্স যে কাজ করছে তার জন্য আমরা কৃতজ্ঞ।”