খুলনার উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন এবং পরিবেশ সুরক্ষায় উপকূলীয় জোট। গতকাল শনিবার দুপুরে নগরীর পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধন হয়।

এ সময় সমাবেশে সভাপতিত্ব করেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিলচন্দ্র ভদ্র।

এতে বক্তারা উপকূলের সার্বিক উন্নয়নে হাওর উন্নয়ন বোর্ডের মতো উপকূলীয় পৃথক বোর্ড গঠনের দাবি জানিয়ে বলেন, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগকে মাথায় রেখে স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ নির্মাণ করতে হবে; যার প্রস্থ নিচে ১০০ ফুট, ওপরে ৩০ ফুট এবং উচ্চতা হবে ৩০ ফুট। নদীতে পানি বাড়লেই বিভিন্ন স্থানে বাঁধ ভাঙছে। গ্রামের পর গ্রাম প্লাবিত হচ্ছে। জীবিকা হারিয়ে অসংখ্য মানুষ উদ্বাস্তু হচ্ছে। এ কারণে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ দ্রুত শুরু করতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন জোটের আহ্বায়ক এস এম শাহনওয়াজ আলী, খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক আ ফ ম মহসীন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মিজানুর রহমান বাবু, শ্যামল সিংহ রায়, ওয়ার্কার্স পার্টির মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মো. নাসির উদ্দিন প্রমুখ।

News Link: deshrupantor.com