প্রবীর জয়, কপিলমুনিঃ দক্ষিণ পশ্চিম অঞ্চলের গণমানুষের প্রাণের দাবী, আমরা ত্রাণ চাইনা, উপকূলে টেকসই ভেড়ীবাঁধ চাই। এরই প্রেক্ষিতে উপকূল অঞ্চলের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য গণমানুষের পক্ষে উপকূলে টেকসই বেড়ীবাঁধ নির্মাণে জরুরী ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবীতে কপিলমুনিতে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) বিকাল ৫.৩০ মিনেটের দিকে কপোতাক্ষ তীরবর্তী কপিলমুনি স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের ব্যনারে কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হাট ব্যবস্থাপনা কমিটির সভাপতি কওছার আলী জোয়ার্দ্দারের সভাপত্বিতে অনুষ্ঠিত হয়।এসময় মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রশিদুজ্জামান মোড়ল। বিশেষ অতিথি ছিলেন, জাতীয় দৈনিক কালের কন্ঠ পত্রিকার স্টাফ রির্পোটার নিখিল চন্দ্র ভদ্র, অধ্যাপক রেজাউল করিম খোকন, এ্যাডঃ প্রশান্ত মন্ডল, মামুদকাটী অনির্বাণ লাইব্রেরীর সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, মইনুদ্দীন হাজরা, সরদার মোজাফফর হোসেন, সন্দীপ সাধু, কিনু পাল, জগদীশ চন্দ্র দে, শিমুল বিল্লাহ বাপী, শান্তনু সাধু, মধুসূদন হালদার, আনিচুর রহমান, খান মোতালেব হোসেন, হাফিজুর রহমান, হাকিম বিশ্বাস ও সজীব মন্ডল।