খুলনার কয়রার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের চরামুখায় দিনব্যাপী ফ্রি স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্প পরিচালিত হয়েছে।
সোমবার (২৫ জুলাই) ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড এবং রেনাটা বাংলাদেশ লিমিটেড এর সহযোগিতায় লিডার্স এই ক্যাম্পের আয়োজন করে।
ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রাক্তন প্রধান শিক্ষক তপন মন্ডলের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য অচ্যুৎ মন্ডল, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কের মেডিকেল অফিসার ডা. সোহেলী আফরোজা, রেনাটা বাংলাদেশ লিমিটেড এর ডিসট্রিক্ট সেলস্ ম্যানেজার মোঃ শাহীন ইসলাম, লিডার্স এর অ্যাডভোকেসি অফিসার পরিতোষ কুমার বৈদ্য, সহকারী মেডিকেল অফিসার সুব্রত রায় প্রমুখ।
প্রসঙ্গত, চরামুখা গ্রামের মানুষকে স্বাস্থ্য সেবা নিতে ৩০ কিলোমিটার দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয়। যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় একজন নারীকে এত দূরে যেয়ে স্বাস্থ্য সেবা নেওয়া খুবই কষ্টকর। প্রেস বিজ্ঞপ্তি
News Link: theeditors.net