বিলাল হোসেন: শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত ১৫৫টি পরিবারের মাঝে খাদ্য ও হাইজিন সামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স।

মঙ্গলবার (১৫ জুন) বেলা ১১টায় এসব সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস. এম. আতাউল হক দোলন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ূব ডলি, গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান জি. এম. মাছুদুল আলম, আওয়ামী লীগ নেতা জি. এম. সালাউদ্দিন, ৮নং ওয়ার্ড মেম্বার বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুর রাজ্জাক, গাবুরা ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সভাপতি শেখ আমীর হোসেন, লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, প্রশাসনিক কর্মকর্তা অসিত মন্ডল, প্রকল্প সমন্বয়কারী কুন্তল রায় চৌধুরী প্রমূখ।

এসময় প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবন, ১টি সাবান, ৫ টি মাস্ক, ২৫০ গ্রাম ব্লিচিং পাউডার, ১ প্যাকেট স্যানিটারী ন্যাপকিন ও ৫ প্যাকেট ওরাল স্যালাইন প্রদান করা হয়।

News Link: theeditors.net