দক্ষিণ-পশ্চিম উপকূলে টেকসই বেড়িবাঁধ ও সুপেয় পানির নিশ্চয়তার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে আশাশুনির সর্বস্তরের জনগণ। এ সময় বক্তারা দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকাকে রক্ষা করার জন্য দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণের দাবি জানিয়েছেন।
আজ সোমবার লিডার্সের সহযোগিতায় আশাশুনি উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম ও উপজেলা যুব ফোরামের আয়োজনে আশাশুনি উপজেলা রোড চত্বরে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্দুল হান্নান।
এ সময় বক্তৃতা করেন আশাশুনি প্রেস ক্লাবের সভাপতি মো. আহসান হাবীব, ফোরামের সদস্য ও উপজেলা লবণ পানি আন্দোলন কমিটির সভাপতি বিমল কৃষ্ণ মন্ডল, সমাজসেবক কল্যাণী রানী সরকার, ফোরামের কোষাধ্যক্ষ মিনতি রানী সরকার প্রমুখ।
News Link: kalerkantho.com