ডেস্ক রিপোর্ট: আশাশুনি উপজেলা জলবায়ু পরিবর্তন বিষয়ক অধিপরামর্শ ফোরামের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স ‘জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগনের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রমের আওতায় সংস্থার আশাশুনি শাখা অফিসে এই সভার আয়োজন করে।

আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১৯ সদস্য বিশিষ্ট আশাশুনি উপজেলা জলবায়ু পরিবর্তন বিষয়ক অধিপরামর্শ ফোরাম পুনঃগঠন করা হয়।

সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

এতে মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানকে সভাপতি, রনজিৎ কুমার বৈদ্যকে সদস্য সচিব এবং অন্যান্য সাত জনকে সদস্য করা হয়েছে।

সভায় বলা হয়, দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন জনিত ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বেড়িবাঁধ ভাঙন, উচ্চ জোয়ারের চাপ, অধিক বৃষ্টিপাত, অনিয়মিত বৃষ্টিপাত, খরা ও লবণাক্ততা বৃদ্ধি ইত্যাদির কারণে মানুষের জীবন-জীবিকা, সম্পদ, খাদ্য, পানি, বাসস্থান, কৃষি ফসলের উপর প্রভাব পড়ছে। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকার সমস্যা সমাধানে সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দাবিসমূহ তুলে ধরতে হবে।

News Link: theeditors.net