নিজস্ব প্রতিনিধি : আশাশুনি সদরে সুপার সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্ত ২০৫ পরিবারের মধ্যে খাদ্য উপহার প্রদান করা হয়েছে।
ঘূর্ণিঝড় আম্পানের কারণে বাঁধ ভেঙে এ এলাকার মানুষ মাথা গোঁজার ঠাঁই টুকু হারাতে বসা ছাড়াও খাদ্য ও সুপেয় পানির তীব্র সংকটে ভুগছে উপক‚লীয় এসব মানুষ।
এই সংকটময় পরিস্থিতি মোকাবিলায় শনিবার (২০ জুন) সকাল ১০ টায় সদর ইউনিয়ন পরিষদ চত্বরে সদর ইউনিয়নে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ২০৫ পরিবারে খাদ্য উপহার প্রদান করা হয়।
করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব মেনে খাদ্য উপহার প্যাকেজ বিতরণ কালে আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান জনাব স ম সেলিম রেজা মিলন ক্ষতিগ্রস্তদের হাতে খাদ্য উপহার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন পরিতোষ বৈদ্য ও মাধাই চন্দ্র সরকার। ইউপি সদস্য তারক চন্দ্র মÐল, তারিকুল আওয়াল, মিজানুর রহমান প্রমুখ।
প্রতি পরিবারের জন্য খাদ্য উপহার প্যাকেজে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ১ টি সাবান, ৩টি মাস্ক, ১ প্যাকেট স্যানিটারি ন্যাপকিন ও ৪ প্যাকেট স্যালাইন বরাদ্দ ছিল।
এছাড়া গত ২৮ মে থেকে আশাশুনি সদর ইউনিয়নে লিডার্সের পক্ষ থেকে প্রতিদিন ৪০০০ লিটার সুপেয় পানি বিতরণ অব্যাহত রয়েছে। জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগণের জীবন জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রম প্রকল্পের আওতায় ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড এতে সহযোগিতা করে যাচ্ছে।
News Link: suprovatsatkhira.com
জুন ২০, ২০২০