ডেস্ক রিপোর্ট: খুলনার কয়রায় জলবায়ু পরিবর্তন বিষয়ক অধিপরামর্শ ফোরামের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার কয়রা উপজেলার সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগণের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রমের আওতায় এই সভার আয়োজন করে।
শিক্ষক হুমায়ূন কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় বক্তব্য রাখেন ফোরামের সম্পাদক সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম, যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, সদস্য শাহজান সিরাজ ও নিলীমা চক্রবর্তী।
সভায় জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা এবং পরবর্তী তিন মাসে করণীয় বিষয় নিয়ে পরিকল্পনা করা হয়।
News Link: theeditors.net