বেসরকারি উন্নয়ন সংগঠন লিডার্সের সমাজ পরিবর্তনে যুব সংহতি প্রকল্পের আওতায় শ্যামনগর উপজেলার ২০ টি মসজিদে করোনা প্রতিরোধে সাবান ও করোনা প্রতিরোধ বিষয়ক ফেস্টুন বিতরণ করে। প্রতিটি মসজিদের ইমাম যুব ফোরামের সদস্যদের নিকট হতে ২টি সাবান ও ১টি ফেস্টুন গ্রহণ করে। নামাজের পূর্বে যুব ফোরামের সদস্যরা প্রত্যেক নামাজিকে হাত ধোওয়া কৌশল সম্পর্কে জানান এবং কিভাবে করোনা প্রতিরোধ করা যায় সে বিষয় ধারনা প্রদান করেন। উল্লেখ্য, লিডার্স শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলায় ৬টি ইউনিয়নে ১২০টি মসজিদ ও মন্দিরে করোনা প্রতিরোধে ফেস্টুন ও সাবান বিতরণ করছে। প্রেসবিজ্ঞপ্তি

New Link: patradoot.net