কালিগঞ্জ প্রতিনিধি॥ কালিগঞ্জ উপজেলার মৌতলা, কুশুলিয়া ও মথুরেশপুর ইউনিয়নের অসহায় গৃহবন্ধী কর্মহীন যুব ফোরাম ও কমিউনিটির গৃহে অবস্থানরত কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। শনিবার দুপুরে সাহেবের মোড় সংলগ্ন লিডার্সের কার্যালয়ে মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউকেএইডসের সহযোগিতায় ২৩৭ পরিবারকে চাল, আলু, ডাল ও সাবানের প্যাকেট প্রদান করা হয়। এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধে লিডার্সের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরে হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও মাস্ক দেওয়া হয়। এবং তাদেরকে হাত ধোয়ার কলাকৌশল, ভাইরাস মোকাবেলায় ঘরে থাকার পরামর্শ প্রদানসহ কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে বলে কতৃপক্ষ এ প্রতিনিধিকে জানান।