নিজস্ব প্রতিবেদক   ১০ মে, ২০১৯ ০০:২১ 

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। বৃহস্পতিবার সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ ও বেসরকারি উন্নয়ন সংগঠন লিডার্স আয়োজিত এক সভায় এ আহ্বান জানানো হয়।

দাতা সংস্থা ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড-এর সহযোগিতায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল। সভায় ২০১৯-২০২০ অর্থবছরে জলবায়ু সহনশীল ইউনিয়ন গঠন করার লক্ষ্যে ওয়ার্ড ভিত্তিক জলবায়ু ঝুঁকিগুলো পর্যালোচনা ও আগামী দিনে কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

এ সময় সভাপতি ভবতোষ মন্ডল বলেন, আমরা যদি আমাদের ইউনিয়নকে জলবায়ু সহনশীল করতে চাই তাহলে আমাদেরকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বিবেচনায় নিয়ে কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে। আমাদের ইউনিয়নে কর্মরত সকল এনজিওদের কার্যক্রম ওই পরিকল্পনার সাথে সম্পৃক্ত করতে হবে।

সভায় ইউপি সদস্য মো. আবিদ হাসান বলেন, আমরা ২০১৮-১৯ অর্থ বছরে যে পরিকল্পনা গ্রহণ করেছিলাম তার মধ্যে যে সব পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি, তা আগামী বছরের পরিকল্পনায় অন্তর্ভূক্ত করতে হবে।

ইউপি সদস্য জি এম আ. রউফ বলেন, আমাদের ওয়ার্ড পর্যায় থেকে উঠে আসা সব জলবায়ু ঝুঁকিগুলি গুরুত্বপূর্ণ। আমাদের ইউনিয়নে কর্মরত সকল এনজিও সাথে আমাদের সমন্বয় করা দরকার।

সভায় আরো বক্তৃতা করেন সংরক্ষিত মহিলা ইউপি সদস্য লক্ষ্মী রানী শীল, ইউপি সদস্য কৃষ্ণপদ মন্ডল, ইউপি সদস্য স্বপন কুমার হালদার, লিডার্সের অ্যাডভোকেসী কর্মকর্তা মো. শওকৎ হোসেন, সুশীলন প্রতিনিধি মেহেরা খাতুন প্রমুখ।

News Link | Pdf Link