১৬মার্চ সকাল ১০টায় ‘খ্রিস্টান এইড’ এর আর্থিক সহায়তায় লিডার্স পরিচালিত ‘ওয়েভিং লাইভ্স’ প্রকল্পের আওতায় জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে বাঘ বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন বিষয়ক স্যানিটারী ন্যাপকিন তৈরি প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খালেদা আইয়ূব ডলি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, শ্যামনগর, সাতক্ষীরা এবং সভাপতিত্ব করেন জিএম আব্দুর রউফ, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান, বুড়িগোয়লিনী ইউপি। বিশেষ অতিথি ছিলেন, মলিনা রানী রপ্তান, ইউপি সদস্য, বুড়িগোয়ালিনী ও লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার মো. সুলতানুজ্জামান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, লিডার্স আপনাদের জন্য যে প্রশিক্ষনের আয়োজন করেছে তা অবশ্যই আপনার ভাগ্যের উন্নয়ন ঘটাবে যদি আপনি মনোযোগ সহকারে গ্রহণ করেন এবং নিজেকে উক্ত কাজের সাথে আন্তরিক ভাবে সম্পৃক্ত করেন। স্যানিটারী ন্যাপকিন যদি আপনি গ্রামে গ্রামে পৌঁছে দিতে পারেন তাহলে অত্র অঞ্চলের মা বোনের স্বাস্থ্য সম্মত ভাবে মাসিক পরিচর্যার ক্ষেত্রে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে যা প্রজনন স্বাস্থ্যজনিত সমস্যা কমিয়ে আনবে। পাশাপাশি এই কাজ আপনাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

News Link: patradoot.net