২ এপ্রিল সামাজিক দূরত্ব বজায় রেখে লির্ডাসের পক্ষ থেকে ২৬৭ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালিনী ও গাবুরা ইউনিয়নের দৈনন্দিন আয়ের উপর নির্ভরশীল বাঘবিধবা, স্বামী পরিত্যক্তা, হিজরা, ভ্যানচালক, দীনমজুর, ঋষি সম্প্রদায়, জেলে ও মুন্ডাদের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ হয়েছে। মুন্সিগঞ্জের গ্যারেজ বাজারে খাদ্য সামগ্রী বিতরণ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন এবং কলবাড়ী বাজারে বিতরণকালে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সদস্য ডালিম কুমার ঘরামী। এছাড়া উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুর রউফ, খুলনা বেতার শিল্পী সুকুমার জোয়ারদার। গাবুরা ইউনিয়নে চকবারা ও চাঁদনীমূখা গ্রামের ৩৮টি বাঘবিধবা পরিবারে এই সহায়তা প্রদান করা হয়েছে। প্রেসবিজ্ঞপ্তি

News Link: patradoot.net