শ্যামনগর উপজেলা যুব ফোরামের আয়োজনে বেসরকারি সংস্থা লিডার্সের উদ্যোগে ঈশ্বরীপুর ইউনিয়নে ৮০ জন দরিদ্র যুবদের মাঝে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় জরুরী ত্রাণ সামগ্রী প্রদান করা হয়।
শনিবার ঈশ^রীপুর ইউনিয়ন যুব ফোরাম সভাপতি মো. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন ইউপি চেয়ারম্যান এড. জিএম শোকর আলী। এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লিডার্স কর্মকর্তা শওকত হোসেন, ইউপি সদস্য ও ইউনিয়ন যুব ফোরাম নেতৃবৃন্দ। প্রতিটি যুব পরিবারের মাঝে ৭ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ৩ কেজি আলু ও ২টি হুইল সাবান প্রদান করা হয়। সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি:
News Link: patradoot.net