শ্যামনগরে যুব ও কিশোর কিশোরীদের দক্ষতা বৃদ্ধিমূলক ৩ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় বেসরকারি সংস্থা লিডার্স এর প্রধান কার্যালয়ে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। লিডার্স কর্মসূচি ব্যবস্থাপক মোঃ সুলতানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব ফোরামের সভাপতি মমিনুর রহমান, প্রশিক্ষক জান্নাতুল নাইম মনিরা, প্রশাসনিক কর্মকর্তা অসিত কুমার মন্ডল, টীম লিডার নাজনীন নাহার প্রমুখ। নিরাপদ যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার নিশ্চিতকরণে ২০ জন যুব ও কিশোর কিশোরীদের নিয়ে দক্ষতা বৃদ্ধিমূলক এ প্রশিক্ষণ যুব-কিশোর কিশোরীদের নিরাপদ যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার নিশ্চিতকরণে ব্যাপক উপকারে আসবে।