সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বেসরকারী সংগঠন লির্ডাসের বাস্তবায়নে দাতা সংগঠন খ্রিষ্টান এইডের সহায়তায় ওয়েভিং লাইভ্স প্রকল্পের আওতায় বাঘ বিধবা ও স্বামী পরিত্যক্তা নারী প্রধান ৬০টি পরিবারের মাঝে এক মাসের খাদ্য সামগ্রী বিতরন করা হয়। সোমবার মুন্সিগঞ্জ নিজস্ব কার্যালয়ে প্রতিটি পরিবারে বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল-৩০কেজি, মুসুরি ডাল-২ কেজি, সয়াবিন তেল-২ লিটার, লবন-১ কেজি। সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা এ সময় আরও উপস্থিত ছিলেন লিডার্স নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, প্রোগ্রাম ম্যানেজার মোঃ সুলতানুজ্জামান, এ্যাডমিন অফিসার অসিত কুমার মন্ডল ও প্রকল্প সমন্বয়কারী রনজিৎ কুমার মন্ডল প্রমুখ।
News Link: currentbarta.com