বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় যুবসংহতির উদ্যোগে আন্ত উপজেলা সম্প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।গতকাল শুক্রবার বিকাল তিনটায় উপজেলার সরকারি মহসীন ডিগ্রী কলেজ মাঠে সমাজ পরিবর্তনে যুব সংহতির আয়োজনে, লিডার্স এর বাস্তবায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউকে এইড এর সহযোগিতায় আন্তঃউপজেলা সম্প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে সরকারি মহসীন ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ আবুল হোসেন সভাপতিত্ব উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদুজ্জামান সাঈদ, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। প্রথম দিনে উদ্বোধনী খেলায় শ্যামনগর সদর ইউপি যুব ফোরাম ও শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ যুব ফোরামের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

News Link: dainikdristipat.com