সাতক্ষীরা: লিডার্স এর উদ্যোগে বিনা মূল্যে স্ত্রীরোগ ও প্রসূতি সেবা ক্যাম্প অনুষ্ঠিত বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর আয়োজেনে “ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড” ও ফ্রেন্ডশিপ হাসপাতালের সহযোগিতায় ২৫ ফেব্রুয়ারি ২০২১ লিডার্স এর প্রধান কার্যালয়ে বিনা মূল্যে স্ত্রীরোগ ও প্রসূতি সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। রোগীদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন বিশিষ্ট্ চিকিৎসক ডাঃ তাসনুভা আফরিন, এমবিবিএস (আইএমসিএস), পিজিটি (গাইনি এন্ড অবস্), আরএমও, এফএইসএস। এছাড়া আরও উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপ হাসপাতালের ডাঃ মোসাঃ আনজুমান আরা, কনসালটেন্ট (গাইনি এন্ড অবস্), এমবিবিএস, ডিজিও, এফসিপিএস (গাইনি এন্ড অবস্) এবং ডাঃ এলিজাবেথ সরকার, এমবিবিএস, (এসবিএমসিএইচ), সিএমইউ (আল্ট্রা)। উক্ত ফ্রি চিকিৎসা সেবা কেন্দ্রে ৯০ জন এর অধিক নারী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। জরায়ু, স্তন, মুত্রনালী এবং গর্ভকালীন সমস্যা সহ অন্যান্য বিষয়ে চিকিৎসা সেবা নেন এসব নারী। চিকিৎসার পাশাপাশি এসব রোগীদের বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। এছাড়া এসব রোগীদের বিভিন্ন বিষয়ে কাউন্সেলিং করা হয়।
News Link: news24livebd.com